মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবির নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে ১১ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৪-এস থেকে প্রায় ২০ গজ ভেতরে, শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের ১৯ বিঘা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে টহল দল মালিকবিহীন বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ১,৯৪০ পিস ইয়াবা এবং ৩,৬০০ পিস Tapentadol ট্যাবলেট। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটককৃত ট্যাবলেটগুলো জিডি প্রক্রিয়া শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।