মুরাদনগরের বাখরাবাদ বাজারে গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-৩ আসনের হাতপাখা প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দেশের জনগণের অন্যতম দাবী হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় ভোট করানো কোনো অর্থ বহন করে না; এটি দেওয়া না দেওয়ার সমান। সচেতন মহল মনে করছে, যদি জুলাই সনদের স্বীকৃতি আগে না দেওয়া হয়, তাহলে ভোট ও গণঅভ্যুত্থান দুটোরই কোনো মূল্য থাকবে না। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন করলে, গণভোটের গুরুত্ব হারিয়ে যায়।
শুক্রবার মুরাদনগরের বাখরাবাদ বাজারে এ সংক্রান্ত বক্তব্য দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলের মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ মফিজুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি শেখ মোঃ সাইফুল ইসলাম, যুবনেতা ফখরুল ইসলাম মারজান, ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ ও মোহাম্মদ বাবুল।
মাওলানা কাইয়ূম ধারাবাহিকভাবে হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি জনগণের আন্তরিক সাড়া ও ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েছেন। তিনি মনে করান, জনগণ চাইলে ইসলামী ও দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় সম্ভব।
ভোটাররা জানিয়েছেন, তারা এবার ইসলামের পক্ষে ভোট দেবেন। তাদের বক্তব্য, “৫৪ বছরে বিভিন্ন দল ও ব্যক্তির শাসন দেখেছি। এবার আমরা ইসলামী শাসন দেখতে চাই। মানুষ চায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ। অভিভাবকরা চান তাদের সন্তান মাদকমুক্ত পরিবেশে বড় হোক। এজন্য ইসলামী শাসনের বিকল্প নেই।”