ঢাকা প্রেস,পাবনা প্রতিনিধি:-
জামায়াতে ইসলামী দেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২২ জানুয়ারি) সকালে পাবনার দারুল আমান ট্রাস্ট ময়দানে আয়োজিত জেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
জামায়াত সেক্রেটারি বলেন, “জামায়াতে ইসলামী জনগণের স্বার্থ এবং দেশের উন্নয়নের জন্য সবসময় সংস্কারের পক্ষে। দেশের জনগণও দ্রুত সংস্কার ও স্বল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রত্যাশা করে। আমরা চাই নির্বাচনী ব্যবস্থার সংস্কার। এ লক্ষ্যে জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুপারিশ করেছি। এই বিষয়ে বিস্তৃত আলোচনা ও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।”
তিনি আরও বলেন, “দেশে মানবতার কল্যাণে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বিশৃঙ্খলা দূর হবে। একই সঙ্গে সাংস্কৃতিক আগ্রাসনও প্রতিরোধ করা সম্ভব হবে। প্রকৃত ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে মানুষের মন থেকে ইসলামভীতি দূর হবে এবং তারা শৃঙ্খলাবদ্ধ জীবনের দিকে এগিয়ে যাবে। এতে সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং কোনো সংশয় বা দ্বিধা থাকবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং পরিচালনা করেন সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াতের সাবেক আমির ও বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহীম, অধ্যাপক নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন এবং সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ।