ইটনায় বর্ষার পানিতে ডুবে শিশুর মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ   |   ৫৮৭ বার পঠিত
ইটনায় বর্ষার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা প্রেস
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-


কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নে এক দুঃখজনক ঘটনা ঘটেছে। রোববার বিকেলে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে বর্ষার পানিতে ডুবে আরাফাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

নিহত আরাফাত উত্তরপাড়া গ্রামের আরজাহান ও মনিরা বেগম দম্পতির সন্তান। সোমবার সকালে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, খেলার সময় আরাফাত বাড়ির সামনে জমে থাকা বর্ষার পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে পেলেও ইতোমধ্যে সে মারা গিয়েছিল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।