সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৪ জন ওয়ারেন্টভুক্ত এবং মামলার আসামি। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৭০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) পুলিশের সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর, ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বিশেষ অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বিদেশি রিভলবার ৩টি, দেশীয় একনলা বন্দুক (এলজি) ১টি, আরও ১টি দেশীয় একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি সাটারগান, একটি ম্যাগাজিন, একটি কার্তুজ এবং ৭৪ রাউন্ড গুলি।
এছাড়া ধারালো অস্ত্র হিসেবে উদ্ধার করা হয়েছে ১১টি হাসুয়া, ৩টি ছুরি, ৩টি রামদা, ৪টি এসএস স্টিলের ছোরা এবং একটি চাপাতি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে অপরাধ দমন ও অপরাধীদের গ্রেপ্তারে দেশজুড়ে অভিযান পরিচালিত হচ্ছে।