ঢাকা প্রেস
সাভার প্রতিনিধি:-
র্যাব গত মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সাভার থেকে ধামরাইয়ের কুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান (৫৪) এবং কুল্লা ইউপির সাবেক আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান (৪৫)কে গ্রেপ্তার করেছে।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই দুই নেতার নেতৃত্বে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো হয়েছিল। এ ঘটনায় ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন নিহত হয়েছিলেন। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানা অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে তারা ঢাকা ও সাভারের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।