কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় অবৈধ পলিথিন কারখানায় র্যাবের অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার রাতে চালানো এই অভিযানে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে এবং কারখানার মালিক কামরুল হাসানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে কামরুল হাসানসহ তিনজনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কামরুল হাসানকে জরিমানা করেন। জরিমানা পরিশোধ করে তিনি মুচলেকা দিয়ে ছেড়ে যান। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম সাইফ জানান, এই কারখানা থেকে জেলাজুড়ে পলিথিন সরবরাহ করা হতো। পরিবেশে পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে তিন ট্রাকের বেশি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক জমির উদ্দিন জানান, অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।