স্পোর্টস ডেস্ক:-
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার সকালে, বাংলাদেশ সময় সাড়ে ৯টায় তারা আমিরাতে পৌঁছায়। এর আগে, সোমবার মধ্যরাতে ঢাকা ত্যাগ করেছিল দলটি। এ সফরে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে আমিরাতের বিপক্ষে – প্রথমটি আগামীকাল এবং দ্বিতীয়টি ২ মার্চ অনুষ্ঠিত হবে।
এই সফরের জন্য গত বৃহস্পতিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন প্রধান কোচ পিটার জেমস বাটলার। দলে বেশ কিছু নতুন মুখ জায়গা পেয়েছেন, তবে সাবিনা খাতুনসহ সাফজয়ী ১৮ ফুটবলারকে রাখা হয়নি, যাদের মধ্যে কয়েকজন কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।
বাংলাদেশ নারী ফুটবল দল প্রায় চার মাস পর মাঠে নামছে। সর্বশেষ ২০২৩ সালের ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জয় করেছিল তারা, এরপর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলে না।
নারী দলের অনুশীলন শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি, তবে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেননি অভিজ্ঞ ১৮ ফুটবলার। ফলে নতুন খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা হয়েছে, যা অনেকটাই নতুন বাংলাদেশ হিসেবে দেখা যাচ্ছে। বাটলারের দলে সাফজয়ী স্কোয়াডের মাত্র আটজন রয়েছেন, আর নতুন মুখও আটজন। তাদের বেশিরভাগেরই বয়সভিত্তিক দলের অভিজ্ঞতা রয়েছে।
ফিফা র্যাংকিংয়ে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান ১১৬ এবং বাংলাদেশের ১৩২। র্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও দলের প্রতি পূর্ণ আত্মবিশ্বাসী কোচ বাটলার। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের দল নতুন, তাই ধৈর্য ধরতে হবে। তবে আমি তাদের ওপর পূর্ণ আস্থা রাখছি।”