ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা বিএনপিতে যোগদান করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তিন শতাধিক নেতাকর্মী। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে এনসিপি খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এ সময় নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যে বিপ্লব ত্রিপুরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগ থেকেই তারা দেশে বৈষম্য দূরীকরণে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের পক্ষে ও ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে দলটি মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে যুক্ত হওয়ায় তারা হতাশ হন। এ কারণেই মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল হিসেবে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও সচেতনভাবে বিএনপিতে যোগ দিয়েছেন তারা। একই সঙ্গে খাগড়াছড়ি জেলার উন্নয়নে ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই বিএনপি দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় বিএনপিতে যোগ দেওয়ায় নবাগত সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।