টেকনাফে অপহৃত দুই কৃষক মুক্তিপণের বিনিময়ে বাড়ি ফিরেছেন

প্রকাশকালঃ ০৫ ডিসেম্বর ২০২৪ ০৫:১১ অপরাহ্ণ ০ বার পঠিত
টেকনাফে অপহৃত দুই কৃষক মুক্তিপণের বিনিময়ে বাড়ি ফিরেছেন

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের ভয় দেখিয়ে দুই কৃষককে অপহরণ করেছিল এক ডাকাত দল। মুক্তিপণের ৪০ হাজার টাকা পরিশোধের পর একদিন পর ওই দুই কৃষক বাড়ি ফিরে এসেছেন।
 

অপহৃতরা হলেন টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাড়ার মৃত আবদুল মাবুদের ছেলে জাকির হোসেন (৩৮) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।
 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী পাহাড়ি পথ ধরে তারা বাড়ি ফেরেন।
 

অপহৃতদের একজন, জাকির হোসেন, জানান, বুধবার (৪ ডিসেম্বর) কম্বনিয়া পাড়ার পাহাড়ের পাশে তারা সবজি খেতের কাজ করছিলেন। দুপুরের দিকে অস্ত্রধারী ডাকাত দল এসে তাদের ওপর হামলা চালায়। আশপাশের কৃষকরা এগিয়ে আসলে ডাকাতরা গুলি চালায়, এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে ডাকাতরা জাকির ও জহিরকে মারধর করে পাহাড়ে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে মুক্তিপণের জন্য তাদের ওপর নির্যাতন চালানো হয়। পরিবারের মাধ্যমে জনপ্রতি ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা পরিশোধ করলে তারা মুক্তি পান।
 

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাহার হোসেন জানান, অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয় এবং একজন ডাকাতকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে অপহৃত দুই কৃষক বাড়ি ফেরার খবর পাওয়া গেছে।
 

গুলিবিদ্ধ তিনজন হলেন মো. সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) এবং মো. সাকিব (১২)। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে উখিয়া ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে। আটক ডাকাতের নাম মো. সাদ্দাম (২৭), তিনি একই এলাকার এজাহার মিয়ার ছেলে।