 
                            
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
 
বুধবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তাঁর সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
 
দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে জামায়াতের পুনরায় নিবন্ধনপ্রাপ্তি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।