টি-২০ দলে বাদ তাসকিন ও শামীম, অভিষেকের অপেক্ষায় অঙ্কন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৫ ০৭:২৫ অপরাহ্ণ   |   ২৬ বার পঠিত
টি-২০ দলে বাদ তাসকিন ও শামীম, অভিষেকের অপেক্ষায় অঙ্কন

দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর এবার বাংলাদেশের দৃষ্টি টি-টোয়েন্টি সিরিজে। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামী ২৭ নভেম্বর। রোববার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
 

ঘোষিত দলে একমাত্র চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া দলে ফিরে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খেলোয়াড় তাসকিন আহমেদ এবং শামীম হোসেন পাটোয়ারি। অধিনায়ক লিটন দাস এর নেতৃত্বে দলের অন্যান্য সদস্য অপরিবর্তিত রাখা হয়েছে।
 

তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ২৭ নভেম্বর, পরের দুইটি হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে, এবং শুরু হবে সন্ধ্যা ৬টায়
 

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন।