রায়ে সন্তুষ্ট আবরার ফাহাদের পরিবার, দ্রুত কার্যকরের প্রত্যাশা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৫ ০১:১৯ অপরাহ্ণ   |   ১১৭ বার পঠিত
রায়ে সন্তুষ্ট আবরার ফাহাদের পরিবার, দ্রুত কার্যকরের প্রত্যাশা

ঢাকা প্রেস নিউজ

 

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় হাইকোর্ট বহাল রেখেছেন।
 

রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে এই রায় দেন।
 

রায়ের পর আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ গণমাধ্যমকে জানান, তিনি রায়ে সন্তুষ্ট। তবে তার একমাত্র প্রত্যাশা রায়ের দ্রুত বাস্তবায়ন।
 

এ সময় আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, "আমরা কখনো ভাবিনি হাইকোর্ট থেকে এত দ্রুত রায় আসবে। ৫ আগস্টের পর আমাদের পরিবারের পরিবর্তিত পরিস্থিতির কারণে হয়তো এটি সম্ভব হয়েছে। তবে এখনও অনেক কার্যক্রম বাকি রয়েছে। আমরা চাই, সেগুলো দ্রুত সম্পন্ন হোক। দ্রুত কার্যকর হলে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।"
 

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জানান, তারা এই রায়ে সংক্ষুব্ধ এবং ন্যায়বিচার পাননি। তারা আপিল করবেন।
 

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন। আসামিপক্ষে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী ও আজিজুর রহমান দুলু আদালতে উপস্থিত ছিলেন।
 

রায় ঘোষণার সময় আবরার ফাহাদের পরিবারের সদস্যরাও আদালতে উপস্থিত ছিলেন।