টঙ্গীতে শ্রমিক আন্দোলন: বেতন ও সুবিধা দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০২:৫৮ অপরাহ্ণ ৫২৬ বার পঠিত
টঙ্গীতে শ্রমিক আন্দোলন: বেতন ও সুবিধা দাবিতে মহাসড়ক অবরোধ

ঢাকা প্রেস
গাজীপুর প্রতিনিধি:-


 

গাজীপুরের টঙ্গীতে সিজন ড্রেসেস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন ও অন্যান্য সুবিধা দাবিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিকদের অভিযোগ, তিন মাসের বেতন, ছুটির টাকা এবং মৃত্যুকালীন সহায়তা পাওয়া যাচ্ছে না।
 

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ একাধিকবার আন্দোলনের পরেও তাদের দাবি মেনে নিতে রাজি হচ্ছে না। এতে করে তাদের পরিবারের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।
 

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মোশারফ হোসেন জানান, শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। দুই পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা চলছে। মহাসড়ক অবরোধের কারণে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে।