বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ, পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি

প্রকাশকালঃ ২৮ জানুয়ারি ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ণ ২২৪ বার পঠিত
বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ, পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি

বাংলাদেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ রোববার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে রয়েছে রংপুর, রাজশাহী, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরের হিলি, নীলফামারীর সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সোমবার পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা বাড়ার আশা করা হচ্ছে।