ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ রেলওয়ে: ট্রেন চলাচল কবে শুরু হবে, তা এখনও অনিশ্চিত
দেশের চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশ রেলওয়ে এখনও ট্রেন চলাচলের কোনো নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করতে পারেনি। রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী ২৮ জুলাই রোববার এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৮ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনের জেরে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্বল্প দূরত্বে কিছু ট্রেন চালানোর পরিকল্পনাও বাতিল করা হয়েছে।
ডিজি সাহাদাত আলী জানান, "ট্রেন চালানো কোনো বড় সমস্যা নয়, বড় সমস্যা হচ্ছে যাত্রী ও রেল সম্পত্তির নিরাপত্তা। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেই ট্রেন চালুর সিদ্ধান্ত নেব।"
তিনি আরও বলেন, "আমরা যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন চালু করতে চাই। তবে নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোটা আন্দোলনকারীরা রেললাইনে আগুন ধরিয়ে দেওয়ার পর থেকেই জননিরাপত্তার কথা চিন্তা করে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।