বিজয় গ্রেপ্তার!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ   |   ৩৪ বার পঠিত
বিজয় গ্রেপ্তার!

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মুগদা থানা শাখার সাধারণ সম্পাদক সামাদ উদ্দিন বিজয় (২৭)কে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
 

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি বিশেষ টিম রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
 

অভিযোগ রয়েছে, আগারগাঁও ও ডেমরা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে বিজয় অংশ নিয়েছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।