জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক

প্রকাশকালঃ ১৫ মে ২০২৩ ০৪:৫০ অপরাহ্ণ ৫১৮ বার পঠিত
জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক

বিবার রাতে শেষ হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডের চেমসফোর্ডে শেষ ওয়ানডেতে নাটকীয়ভাবে আয়ারল্যান্ডকে ৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। শেষে ম্যাচে জিততে ঘাম ঝরেছে বাংলাদেশের। অধিনায়ক তামিম ইকবাল তো জয়ের আশাই ছেড়ে দিয়েছিলেন একটা পর্যায়ে।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪২তম ওভারে ৩ উইকেটে ২২৫ রান তুলে ফেলেছিল আইরিশরা। হ্যারি টেক্টর (৪৫) ও লরকান টাকার (৫০) যখন ব্যাট করছিলেন, সেই সময় তামিমের মনে হয়েছিল ম্যাচটি হাতছাড়া হয়ে গেছে। ম্যাচ শেষে তামিম বলেন, ‘যদি বলি আমরা ম্যাচটা জেতার আশা করেছি, সেটা মিথ্যা বলা হবে। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা শেষ। কিন্তু ক্রিকেট অদ্ভুত এক খেলা। দুই-একটা উইকেটেই ম্যাচের ম্যাচের চেহারা পাল্টে যেতে পারে। স্কোরবোর্ডেরও একটা চাপ আছে। আর যেভাবে ফিজ বোলিং করেছে, বিশেষ করে যখন সে ক্যাম্ফার ও টাকারকে আউট করেছে, তখন আমরা বিশ্বাস করা শুরু করি।’


বোলিং বিভাগকে প্রশংসায় ভাসিয়ে অধিনায়ক বলেন, ‘যদি আপনার হাতে ভালো বোলিং আক্রমণ থাকে, তাহলে অধিনায়কত্ব করাটা সহজ হয়ে যায়। আমাদের পেস ইউনিট নিয়ে আমি খুবই খুশি। কয়েকজন ইনজুরিতে আছে, তবু আমাদের পেস আক্রমণটা দুর্দান্ত।’

স্পিন বোলিংয়ে বিপজ্জনক টেক্টর-টাকার জুটিটি ভাঙেন নাজমুল হোসেন শান্ত। তাকে বোলিংয়ে আনার প্রসঙ্গে তামিম বলেন, ‌‘৪০তম ওভার পর্যন্তও আমার মাথায় ছিল না যে, শান্ত বল করতে পারে। মিরাজ যেভাবে বল করেছে, সেটা দেখে শান্তকে বোলিং দিতে বাধ্য হয়েছি। একদিকে মাঠ বড়, সেদিকে হিট করা কঠিন। সে (শান্ত) দারুণ করেছে। সে যদি অলরাউন্ডার হয়ে যায়, তাহলে তো দারুণ হবে।’