জুলাই সনদের খসড়া প্রস্তুত, আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
জুলাই সনদের খসড়া প্রস্তুত, আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে। আজ ২৮ জুলাই এটি দেশের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
 

তিনি জানান, “খসড়াটি প্রস্তুত হয়েছে এবং সোমবারের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলোর পক্ষ থেকে মতামত এলে তা বিবেচনা করে খসড়ায় সন্নিবেশিত করা হবে।”
 

তবে সংলাপে খসড়া নিয়ে আলোচনা হবে না বলে জানান আলী রীয়াজ। তার ভাষায়, “যদি মৌলিক কোনো আপত্তি ওঠে, তাহলে তা আলোচনার মাধ্যমে বিবেচনায় আনা হবে; না হলে আলোচনায় তোলা হবে না। দলগুলোর মতামতের ভিত্তিতে প্রাথমিক সনদে প্রেক্ষাপট ও প্রতিশ্রুতির বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।”
 

একই দিনে, আজ সকাল ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে কমিশন আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে। এটি চলমান সংলাপের ২০তম দিন।
 

আজকের আলোচনায় সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পালের নিয়োগসংক্রান্ত বিধান নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিয়েও আলোচনা হবে।
 

এ পর্যন্ত ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে।