ঢাকা প্রেস
কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
কুড়িগ্রামের চিলমারীতে পার্বতীপুর স্টেশন থেকে রমনা স্টেশন পর্যন্ত রেলপথে ট্রেন চলাচল আবার শুরু হতে যাচ্ছে। করোনা মহামারির কারণে প্রায় সাড়ে চার বছর বন্ধ থাকার পর রমনা স্টেশনে ট্রেনের হুইসেল আবার শোনা যাবে। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।
২০২০ সালে করোনা মহামারির কারণে সারা দেশের মতো চিলমারীর রমনা স্টেশনের একমাত্র লোকাল ট্রেনটিও বন্ধ হয়ে যায়। পরে দেশের অন্যান্য রেলপথে যাতায়াত শুরু হলেও, লোকোমাস্টার, ইঞ্জিন এবং জনবলের অভাবের কারণে এই রেলপথে ট্রেন চলাচল বন্ধই থেকে যায়। এর আগে ২০২২ সালে রমনা লোকাল ট্রেনটির পরিবর্তে চিলমারী কমিউটার নামে একটি ট্রেন চালু হয়েছিল। কিন্তু সময়সূচি এবং অন্যান্য ট্রেনের সাথে সংযোগের সমস্যার কারণে সেটি বন্ধ হয়ে যায়।
রমনা স্টেশন এলাকার বাসিন্দা আব্দুর রহিম, মুকুল এবং আকসেদসহ অনেকে জানিয়েছেন, দীর্ঘদিন পর রমনা স্টেশনে আবার ট্রেন চলবে জেনে তারা খুশি। রেলপথে যাতায়াত এবং পণ্য পরিবহন সহজ হওয়ায় এলাকাবাসী উপকৃত হবে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানিয়েছেন, রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম অঞ্চলের মানুষের জন্য খুবই জনপ্রিয় ছিল। ট্রেন চালু করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং শীঘ্রই সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, ট্রেন চালু করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সিদ্ধান্ত মাত্রই পার্বতীপুর-রমনা রেলপথে লোকাল ট্রেন চলাচল শুরু হবে।
শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান জানিয়েছেন, আগে রমনা রেলপথে চারটি লোকাল ট্রেন চলাচল করত। এখন প্রথমে একটি ট্রেন চালু হবে এবং পরবর্তীতে বাকি তিনটি ট্রেনও চালু করার পরিকল্পনা রয়েছে।