ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
গাজীপুরের টঙ্গীতে এক মর্মান্তিক ঘটনায় মা আলেয়া বেগম (৩০) নিজ সন্তান মালিহা (৬) ও আব্দুল্লাহ (৩) কে বঁটি দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল চারটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর রূপবানের মার টেক এলাকার একটি আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাইবোনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুদের এই নির্মম হত্যার বিচার দাবিতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার পরদিন শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, হত্যার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হয় যে, ঘটনার সময় কেউ ফ্ল্যাটে প্রবেশ করেনি।
পরে শিশুদের মা আলেয়া বেগমের কথাবার্তার অসংলগ্নতা ও হাতে কাটার চিহ্ন দেখে সন্দেহ গাঢ় হয়। শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেই সন্তানদের হত্যা করার কথা স্বীকার করেন। তিনি জানান, ঘরে থাকা বঁটি দিয়েই এ হত্যাকাণ্ড ঘটান।
তবে হত্যার পেছনে তার কী উদ্দেশ্য ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। নিহতদের বাবা আব্দুল বাতেন মিয়া দাবি করেন, তার স্ত্রী মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।
ঘটনার পর আলেয়া বেগমকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে দুই শিশুর পিতা আব্দুল বাতেন মিয়া বাদী হয়ে আলেয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।