ঝালকাঠিতে সুহৃদ সমাবেশের নতুন কমিটি গঠন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৫ ০২:৫৬ অপরাহ্ণ   |   ১০১ বার পঠিত
ঝালকাঠিতে সুহৃদ সমাবেশের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক:-

 

ঝালকাঠি জেলা শাখার সুহৃদ সমাবেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে বিকেল ৪টায় এক সভার আয়োজন করা হয়, যেখানে এ কমিটি গঠন করা হয়।
 

সভায় কমিটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আল আমিন বাকলাই। তার পরবর্তী পদক্ষেপ হিসেবে নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সোনিয়া আক্তারকে সভাপতি, এসএম জুয়েলকে সহসভাপতি এবং মোহাম্মদ সাদিকুল ইসলাম আশিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
 

এ ছাড়া, সীমান্ত দত্তকে সহ-সাধারণ সম্পাদক, নিলয় আহম্মদকে সাংগঠনিক সম্পাদক, চাঁদনী আক্তার আরজুকে সহ-সাংগঠনিক সম্পাদক, রাতিকুল ইসলাম রাহাতকে কোষাধ্যক্ষ, রিয়া মনিকে প্রচার সম্পাদক, মোহাম্মদ আফরিনকে শিক্ষাবিষয়ক সম্পাদক, জান্নাতুল ফেরদৌসকে দপ্তর সম্পাদক, তাহিদা আক্তারকে সাংস্কৃতিক সম্পাদক, উজ্জ্বল দুয়ারীকে সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং রাকিবুল রায়হানকে ক্রীড়া সম্পাদক নির্বাচিত করা হয়।
 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মমিনুল হাসান সিয়াম, উজ্জ্বল দাস, চম্পা বেগম, হৃদয় দাস, রাতুল সাহা, এবং জুবাইদা মিম। মোট ২০ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
 

এ নবগঠিত কমিটি ঝালকাঠি জেলায় সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি তরুণদের সংগঠন চর্চায় উৎসাহিত করার প্রত্যয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেছে।