কক্সবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৫ জনের প্রাণহানি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
কক্সবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৫ জনের প্রাণহানি

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
 

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকার হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার নারী ও এক শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
 

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিপরীত দিক থেকে আসা একটি বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে।
 

দুর্ঘটনার পর সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ হতে পারে।