নরসিংদীতে সহিংস সংঘর্ষে ৫ নিহত, অর্ধশতাধিক আহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ আগu ২০২৪ ০৫:৪২ অপরাহ্ণ   |   ৫৩২ বার পঠিত
নরসিংদীতে সহিংস সংঘর্ষে ৫ নিহত, অর্ধশতাধিক আহত

ঢাকা প্রেস
নরসিংদী প্রতিনিধি:-


নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে সহিংস সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে এবং অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

 

শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে স্থানীয়ভাবে প্রভাবশালী দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। গত বুধবার রাত থেকেই উভয় পক্ষের সমর্থকরা টেঁটা ও গুলিবর্ষণে লিপ্ত হয়।
 

নিহতদের মধ্যে রয়েছেন: (১) ফিরোজা বেগম (৫০), (২) জুনায়েদ মিয়া (১৬), (৩) আনিস মিয়া (৩০), (৪) আমির হোসেন (৭০), তোফাজ্জল (৩০)।
 

আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নরসিংদী জেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর ইউনিয়নের সাবেক মেম্বার শাহ আলম গ্রুপ এবং বালুচর গ্রামের ফিরুজ মেম্বার গ্রুপের মধ্যে জমি, জায়গা এবং প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধই বৃহস্পতিবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।