বন্যার্তদের সহায়তায় স্বাস্থ্যকর্মীরা একদিনের বেতন দিবেন

প্রকাশকালঃ ২৪ আগu ২০২৪ ০৫:৩০ অপরাহ্ণ ৫৩৫ বার পঠিত
বন্যার্তদের সহায়তায় স্বাস্থ্যকর্মীরা একদিনের বেতন দিবেন

ঢাকা প্রেস নিউজ


চট্টগ্রাম ও সিলেটের বন্যা পীড়িতদের পাশে দাঁড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

শনিবার (২৪ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগে আক্রান্ত মানুষদের সহায়তা করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল কর্মচারী তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেবেন।
 

এছাড়াও, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, মন্ত্রিপরিষদ বিভাগ, র‌্যাব, শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও বন্যার্তদের সহায়তায় তাদের একদিনের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে ইতোমধ্যেই তাদের অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।