বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ নভেম্বর ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ   |   ৪০ বার পঠিত
বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান

ডেস্ক নিউজ-ঢাকা প্রেস


 

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা তৈরির লক্ষ্যে একদিনব্যাপী "ফার্স্ট এইড ও সিপিআর" প্রশিক্ষণ, শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে মৌলিক ধারণা প্রদানসহ ইতিবাচক দিকনির্দেশনা দেওয়া হয়, যা ভবিষ্যতে জনগণের চিকিৎসা সেবায় উল্লেখযোগ্য অগ্রগতি বয়ে আনবে বলে আশা ব্যক্ত করা হয়।
 

🗓 ২১ নভেম্বর (শুক্রবার), সকাল ১০টা
📍 আল কাদেরিয়া রেস্টুরেন্টের কনফারেন্স হল, রামপুরা
🎤 আয়োজক: আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার, রামপুরা শাখা
👤 সভাপতিত্ব: মোঃ নজরুল ইসলাম রিপন, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন


📌 অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি

  • প্রধান অতিথি: মাওলানা কাজী মোঃ জসিম উদ্দিন নূরী
    সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (ঢাকা মহানগর উত্তর)
    ও চেয়ারম্যান, রাহবার সিটি

  • বিশেষ অতিথি:

    • ডাঃ মোঃ রাইসুল ইসলাম আশিক, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন

    • ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম

    • মোহাম্মদ মাসুদ, সম্পাদক, দৈনিক সবুজ বাংলাদেশ

    • মোঃ কামাল হোসেন, সার্কুলেশন নির্বাহী, দৈনিক যুগান্তর

    • গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট

    • সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান

    • কাজী মোঃ তৈয়ব আলী, পরিচালক (অর্থ), রাহবার সিটি

📌 পরিচালনা: হাবিবা সামাদ বিমা
📌 সার্বিক তত্ত্বাবধান: মোঃ আমিনুল ইসলাম বুলবুল, চিফ কোর্স কো-অর্ডিনেটর, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন
📌 দোয়া ও মোনাজাত: মাওলানা মোঃ মিজানুর রহমান
📌 সহযোগিতা: ইলমা আক্তার, মোঃ গোলাম রাব্বী, সাহিদুল ইসলাম আরিফ, মোঃ আকাশসহ আরও অনেকে


🎯 আলোচনার মূল বিষয়বস্তু

🔹 মহামারি সময়ে প্রাথমিক চিকিৎসকদের ঝুঁকি নিয়ে জনগণকে সেবা দেওয়ার প্রশংসা
🔹 প্রত্যন্ত অঞ্চলে গ্রাম ডাক্তারদের প্রয়োজনীয়তা ও গুরুত্ব
🔹 গভীর রাত থেকে দুর্যোগকাল — সব পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসকদের আত্মত্যাগের স্বীকৃতি
🔹 নিয়মিত রিফ্রেশার্স ট্রেনিং কার্যক্রম চালুর জন্য সরকারের প্রতি জোর দাবি


🏁 সমাপ্তি ঘোষণা

বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্য শেষে ফাউন্ডেশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম রিপন সকল প্রাথমিক চিকিৎসককে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


✍️ প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি পেলে গ্রামের মানুষ আরও উন্নত সেবা পাবে — এমন প্রত্যাশা থেকে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি ও সদস্যরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।


📢 প্রাথমিক চিকিৎসক — গ্রামীণ স্বাস্থ্যসেবার প্রথম ভরসা