খাগড়াছড়িতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৬ ০৪:৪২ অপরাহ্ণ   |   ৬১ বার পঠিত
খাগড়াছড়িতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:

 



 

খাগড়াছড়িতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার এলপিজি গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 


 

বুধবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরে এলপিজি গ্যাসের মূল্য মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার। এ সময় পৌর শহরের মেসার্স জজনী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে সরকারি নির্ধারিত মূল্য অমান্য করে গ্রাহকদের কাছে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

 


 

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার জানান, বোতলজাত এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।