 
                            
রোববার রাতে হঠাৎ বন্ধ হয়েছিল ইনস্টাগ্রাম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে অনেকে সমস্যার মুখে পড়েছেন। অনেকে অ্যাকাউন্ট লগইন করতে পারছিলেন না। হোম ফিড রিফ্রেশে অসুবিধার কথাও অভিযোগ করেছেন ডাউন ডিটেক্টরে। অনেক ব্যবহারকারী টুইটারেও ইনস্টাগ্রামের অচলাবস্থা সম্পর্কে অভিযোগ করেছেন।
এদিকে গত কয়েক সপ্তাহে কয়েকবার ইনস্টাগ্রাম ডাউন হওয়ার খবর সামনে এসেছে। তবে রোববার এই সমস্যা বেড়েছে। গতকাল রাত ৮টা পর্যন্ত শতাধিক রিপোর্ট জমা পড়েছিল। এর মধ্যে ৮১ শতাংশ অভিযোগ ইনস্টাগ্রামে লগইন করতে না পারার ইস্যু তুলে ধরেছে, যেখানে সার্ভার কানেকশনের সমস্যার কথা রিপোর্ট করেছেন ১২ শতাংশ অভিযোগকারী। ঠিক কেন এই সমস্যা হয়েছে সে বিষয়ে কোন বক্তব্য দেয়নি ইনস্টাগ্রাম। তবে সোমবার সকালে এই প্রতিবেদন লেখার সময় ইনস্টাগ্রামে কোনো সমস্যা দেখা যায়নি।
গত দুই দিন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও সমস্যায় রয়েছেন। তারা ছবি, ভিডিও, অডিও ইত্যাদি ডাউনলোড করতে পারলেও ডকুমেন্ট বা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছেন না।
ফাইল ডাউনলোড করার চেষ্টা করলে ট্রাই এগেইন লেটার নোটিফিকেশন সামনে আসছে।
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    