মোঃ শফিকুল ইসলাম ( চারঘাট,রাজশাহী):-
২৫ শে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সাড়ে দশটার সময় চারঘাট উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান পি আই ও ফরহাদ লথিব, যুব উন্নয়ন কর্মকর্তা সারাউদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার চারঘাট উপজেলা শাখার সাঃ সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষক, ইমাম,ও ছাত্র/ছাত্রীরা। সভাপত্বির বক্তব্যে বলেন ১৯৭১ সালে ২৫ শে মার্চ সেই রাত টি বাঙালি জাতির স্মৃতিতে চিরকাল ভয়াল কালো রাত ২৫ শে মার্চ ১৯৭১ বাংলাদেশের ইতিহাসে নৃশংস ও শোকাবহ রাতে গণহত্যা ও নির্যাতন চালাই যা পরবর্তীতে ২৫ শে মার্চের গণহত্যা নামে পরিচিত লাভ করে।