মেলায় এলো ফাহমিদা নবীর ডায়েরি, ইউটিউবে নতুন গান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫২ অপরাহ্ণ   |   ১৭ বার পঠিত
মেলায় এলো ফাহমিদা নবীর ডায়েরি, ইউটিউবে নতুন গান

বিনোদন প্রতিবেদক:-

 

নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী বরাবরই উৎসবের আনন্দকে আরও রঙিন করতে নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান উপহার দেন শ্রোতাদের। তারই ধারাবাহিকতায় এবার তিনি প্রকাশ করেছেন নতুন গান ‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা’। গানের কথা লিখেছেন ফারজানা রহমান, সুর করেছেন ফাহমিদা নবী নিজেই, আর সংগীতায়োজন করেছেন সজীব দাস।
 

গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘গানের কথা অসাধারণ! ভালোবাসা দিবসে শ্রোতারা যে ধরনের গান শুনতে পছন্দ করেন, এটি ঠিক তেমনই। সংগীতায়োজনও দারুণ হয়েছে। গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছি।’
 

এর আগে তিনি ‘কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে’ শিরোনামে একটি গান প্রকাশ করেছিলেন। ইলা মজিদের লেখা এ গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন সজীব দাস।

 

এবারের বইমেলায় ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে এসেছেন ফাহমিদা নবী। প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে তার লেখা বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’
 

বিগত কয়েক বছর ধরে তিনি তার ফেসবুকে সমাজ, জীবন ও অনুভূতি নিয়ে নিয়মিত লেখালেখি করে আসছেন। তার এই লেখাগুলো অনেকের কাছেই দিকনির্দেশনা হিসেবে কাজ করেছে। ফলে পাঠক-ভক্তদের অনুরোধে তিনি সেসব লেখা সংকলন করে বই আকারে প্রকাশ করেছেন।
 

প্রথম বই প্রকাশের উচ্ছ্বাস প্রকাশ করে ফাহমিদা নবী বলেন, ‘বইটি প্রকাশের পর ভক্ত-শ্রোতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তাদের আগ্রহেই হঠাৎ করে বইটি প্রকাশ করার সিদ্ধান্ত নিলাম। এতে আমি দারুণ অনুপ্রাণিত হয়েছি, ভবিষ্যতেও বই প্রকাশের এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
 

তিনি আরও বলেন, ‘গানের গভীরতায় যেমন জীবনবোধ থাকে, তেমনি যাপিত জীবনও দর্শনের বাইরে নয়। তাই যা দেখি, অনুভব করি, তার ইতিবাচক সমাধান খুঁজে লিখে ফেলি। জীবনের অভিজ্ঞতা, উপলব্ধি ও অনুধাবন থেকেই এই বইয়ের সৃষ্টি।’
 

বইটি প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনী, আর প্রচ্ছদ করেছেন চারু পিন্টু

 

ফাহমিদা নবী জানিয়েছেন, ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ‘আনন্দভূবন’, ‘আনন্দধারা’‘বিচিত্রা’ ম্যাগাজিনে ৫-৬টি গল্প লিখেছেন। ভবিষ্যতে সেগুলোও বই আকারে প্রকাশের পরিকল্পনা রয়েছে তার।