মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়ন বিএনপি'র কর্তৃক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৮ তারিখ শুক্রবার বিকাল ৫ টায় মামুন আলীর সঞ্চালনায়, মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ বারের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব হারুনুর রশিদ হারুন, ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান উপস্থিত ছিলেন দেবীনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি সাদিকুল ইসলাম,দেবীনগর বিএনপি'র সাধারণ সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম, দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, দেবীনগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, দেবীনগর ইউনিয়ন বিএনপির ৪নং নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহীন আকতারসহ দেবীনগর ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন স্তরের নেতা কর্মী ও ভোটারগন।
উপস্থিত নেতাকর্মীরা ও বক্তারা সবাই লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া করেন এবং আশা প্রকাশ করেন তিনি দ্রুত দেশে এসে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র ফিরিয়ে আনবেন।
এ সময় ৪ বারের সংসদ সদস্য ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব হারুন রশিদ হারুন বলেন ভোট যত দেরিতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দশোরেরা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাবে তাই দ্রুত নির্বাচনের দাবি জানান। তিনি বলেন বিএনপি গত ১৫ বছর যাবত আওয়ামী লীগের দমন পিরণ গুম ও হত্যার শিকার হয়েছে। আজকে নতুন একটি দল সৃষ্টি হওয়ার পর বিএনপিকে নিয়ে নানা ধরনের সমালোচনা করছে, তিনি বলেন এর জবাব ভোটের মাধ্যমে দিব ইনশাল্লাহ। দেবীনগর ইউনিয়ন বিএনপির প্রায় ২০০০ নেতাকর্মী ও ভোটারদের মাঝে ইফতার ও খাবার পানি বিতারণ করা হয়।