গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি: পুলিশের গাড়িতে আগুনের পর ইউএনওর গাড়িতে হামলা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৫ ০৪:১৩ অপরাহ্ণ   |   ২৮ বার পঠিত
গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি: পুলিশের গাড়িতে আগুনের পর ইউএনওর গাড়িতে হামলা

গোপালগঞ্জ, ১৬ জুলাই ২০২৫:-


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে টানটান উত্তেজনার মধ্যে একের পর এক সহিংস ঘটনা ঘটছে। বুধবার সকালে প্রথমে সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এরপর টেকেরহাট সড়কের কংশুর এলাকায় হামলা চালানো হয় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িতে।

ইউএনও এম রকিবুল হাসান বলেন, “সকাল ১১টার দিকে ওই সড়কে স্থানীয়রা ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরিস্থিতি দেখতে গেলে আমার গাড়িতে হামলা চালানো হয়। এতে গাড়িচালক মইন আহত হন।”

তিনি আরও জানান, “আজ এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গোপালগঞ্জ পৌর পার্কে পদযাত্রা ও পথসভা হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচি বানচাল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা প্রথমে পুলিশের গাড়িতে হামলা চালায়, এরপর আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করে।”

পুলিশ জানায়, সকালে সদর উপজেলায় একটি পুলিশ গাড়িতে ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

উল্লেখ্য, ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে মাসব্যাপী কর্মসূচি পালন করছে এনসিপি। এরই ধারাবাহিকতায় আজ গোপালগঞ্জে কর্মসূচি রয়েছে দলটির। গতকাল এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচিকে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ নামে ঘোষণা দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।