১৫ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

প্রকাশকালঃ ২৮ আগu ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ ৩৯৬ বার পঠিত
১৫ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ভোর থেকে যানজট দেখা দিয়েছে। এই যানজটে রাজধানীর যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে চরম বিপাকে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা। 

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, যানজট নিরসনে কাজ করছেন হাইওয়ে পুলিশ। কাঁচপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বলেন, বিভিন্ন ট্রাক ও পিকআপযোগে ভোর থেকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন অনেকে।


তাদের গাড়িগুলো আগে নেওয়ার জন্য অন্য যানবাহনগুলোকে সাইড করে রাখেন ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া লোকজন। এ কারণে সড়কে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, তৈরি হয় দীর্ঘ যানজট। আমাদের টিম যানজট নিরসনে কাজ করছে।