মুরাদনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ আগu ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
মুরাদনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:-

 

মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদ নাজমুল হাসান অমি কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার, নাজমুল হাসান অমি (২৬) বাঙ্গরা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বিষ্ণুপুর গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে।

 

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ অক্টোবর দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বৃহস্পতিবার দিবাগত রাতে নাজমুল হাসান অমি কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অমি কে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে বলেন, শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।