দিনাজপুরের বিরামপুরে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ২, ছয় ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪১ অপরাহ্ণ   |   ৭০ বার পঠিত
দিনাজপুরের বিরামপুরে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ২, ছয় ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

দিনাজপুর প্রতিনিধি:-

 

দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও হেলপারের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার ফলে ছয় ঘণ্টারও বেশি সময় দিনাজপুর রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল, যা পরে স্বাভাবিক করা হয়।
 

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক মাহবুবুর রহমান (পঞ্চগড় সদর) ও হেলপার আরিফ হোসেন (তেঁতুলিয়া)।
 

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পাথরবোঝাই একটি ট্রাক রেললাইনে উঠলে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। ঘটনার পর থেকেই রেলক্রসিংয়ের গেটম্যান পলাতক রয়েছেন।
 

দুর্ঘটনার ফলে রাত থেকেই দিনাজপুর রুটের ট্রেন ও ঘোড়াঘাট ক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আজ সোমবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর পর রেল ও সড়কপথে যান চলাচল স্বাভাবিক হয়।