লক্ষ্মীপুরে ডাম্পট্রাকের চাপায় অটোরিকশা দুর্ঘটনা: নিহত ২

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জানুয়ারি ২০২৫ ০৩:৫৫ অপরাহ্ণ   |   ৪২৮ বার পঠিত
লক্ষ্মীপুরে ডাম্পট্রাকের চাপায় অটোরিকশা দুর্ঘটনা: নিহত ২

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট সড়কে বালুবাহী একটি ডাম্পট্রাকের চাপায় যাত্রীবাহী অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়। এতে মুরাদ হোসেন (৩৫) ও আনোয়ার হোসেন (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আজাদ হোসেন (৩০) নামে আরেকজন। তারা সকলেই ওই অটোরিকশার চালক ও যাত্রী ছিলেন।
 

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কের ‘বিইউ চৌধুরী ফিশারিজ’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 

নিহত মুরাদ চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর আহম্মদের ছেলে। অন্যদিকে নিহত অটোরিকশা চালক আনোয়ার হোসেন টুমচর ইউনিয়নের জগতবেড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। আহত আজাদ হোসেন একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাম্পট্রাকটি দ্রুতগতিতে চলছিল এবং সড়কের পাশে থাকা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

 

লক্ষ্মীপুর সদর থানার এসআই সাদেকুল ইসলাম জানান, “সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।”