বন্যার্তদের পাশে আরটিভি পরিবার

প্রকাশকালঃ ২৬ আগu ২০২৪ ০১:২৬ অপরাহ্ণ ২৯১ বার পঠিত
বন্যার্তদের পাশে আরটিভি পরিবার

ঢাকা প্রেস নিউজ


দেশের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়েছে। হাজার হাজার মানুষের বাসস্থান, খাদ্যশস্য, এবং জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। এই দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আরটিভি পরিবার।

 

দীর্ঘ ৬ দিন ধরে চলা বন্যায় ২০ জনের প্রাণহানির পাশাপাশি অর্ধকোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সংকটের মুহূর্তে আরটিভির কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন দান করে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা তহবিল গঠন করেছেন।

 

এই তহবিল থেকে সংগৃহীত অর্থ দিয়ে গুড়, চিড়া, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইনসহ বিভিন্ন ধরনের শুকনা খাবার কেনা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে সেনাবাহিনীর-সিওডি ত্রাণ সংগ্রহ কেন্দ্রে এই সহায়তা উপকরণ হস্তান্তর করা হয়। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও উপ-বার্তাপ্রধান মামুনুর রহমান খান নিজে হাজির থেকে এই সহায়তা উপকরণ সেনাবাহিনীর হাতে তুলে দেন।

 

সেনাবাহিনী বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণের কাজে সক্রিয়ভাবে জড়িত। তাই, আরটিভি পরিবার তাদের ত্রাণ সহায়তা সেনাবাহিনীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরটিভির এই উদ্যোগ দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশা করা যায়।