রাজধানীর আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, চারজনের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ মার্চ ২০২৫ ০১:৫০ অপরাহ্ণ   |   ১০২ বার পঠিত
রাজধানীর আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, চারজনের মৃত্যু

ঢাকার শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহতদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
 

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা জানায়, ভাটারা থানাধীন শাহজাদপুরের সৌদিয়া আবাসিক হোটেলের ছয়তলা ভবনের দোতালায় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং দুপুর ১টা ৪ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
 

অগ্নিকাণ্ডের পর উদ্ধারকাজে নিয়োজিত দল ছয়তলার একটি বাথরুমের ভেতরে একজনের এবং সিঁড়ির গোড়ায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করে।