আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১০ অপরাহ্ণ   |   ৮১ বার পঠিত
আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন

ঢাকা প্রেস নিউজ

 

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। ইজতেমা ময়দানে সূরায়ে নিজামি বা জুবায়ের পন্থী ২৩ জেলার মুসল্লিরা গভীর ধর্মীয় আবহে ইবাদতে মশগুল রয়েছেন।
 

আজ মঙ্গলবার ফজরের নামাজের পর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা খোরশেদী। যোহরের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা, আর আসরের পর বয়ান দেবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এরপর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন গণবিবাহ। মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
 

ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছে।
 

এদিকে, গতকাল রাত ১১টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বাসিন্দা আমীর হোসেন নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এই নিয়ে দুই পর্বে মোট সাতজন মুসল্লির মৃত্যু হলো।