ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৫ ০১:১৬ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এখন ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন।
 

 

রোববার সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় জানানো হয়, বিকেলে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক বিকেল তিনটায় ধানমন্ডি থানার নির্বাচন অফিসে উপস্থিত থাকবেন।
 

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। এ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতে ইসলামী ইতোমধ্যে প্রার্থী দিয়েছে—দলটির প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার।
 

এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন। একসময় শোনা গিয়েছিল, তিনি ওই আসন থেকেই নির্বাচনে অংশ নিতে পারেন। তবে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়ায়—বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিএনপি এখনো প্রার্থী না দেওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়। এখন আসিফ মাহমুদের ঢাকা-১০ আসনের ভোটার হতে যাওয়া বিষয়টিকে অনেকেই সেই সম্ভাবনারই ইঙ্গিত হিসেবে দেখছেন।