৬৫ বছরের গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন রোববার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ণ   |   ৮৪ বার পঠিত
৬৫ বছরের গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন রোববার

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-



৬৫ বছরের ঐতিহ্যবাহী গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন ৯ ফেব্রুয়ারি রোববার। ‘স্বদেশের প্রয়োজনে, বাঁচি তারুণ্যউত্থানে’ স্লোগানে সাংবাদিকরা মিলিত হবেন এক মিলন মেলায়। অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে নয়টায়।


 



অনুষ্ঠানে রয়েছে- বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, সম্মাননা, নাচ-গান ও র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। সম্মানীয় অতিথি থাকবেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জেলা সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল করিম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জেলা সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার এবং গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন।