মিয়ানমার থেকে গুলি: সেন্টমার্টিনগামী ট্রলারে আবারও হামলা, কোনো হতাহত নেই

প্রকাশকালঃ ০৯ জুন ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ণ ৬৮৫ বার পঠিত
মিয়ানমার থেকে গুলি: সেন্টমার্টিনগামী ট্রলারে আবারও হামলা, কোনো হতাহত নেই

ঢাকা প্রেসঃ

টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি পণ্যবাহী ট্রলারে মিয়ানমার থেকে গুলি করা হয়েছে। ট্রলারে সাতটি গুলি লেগেছে, তবে কোনো হতাহতের খবর নেই। ঘটনাটি শনিবার দুপুর ১টার দিকে নাফ নদীর বদরমোকাম মোহনায় নাইক্ষ্যংদিয়ায় ঘটে। ট্রলারটি সেন্টমার্টিন যেতে না পেরে টেকনাফ ফিরে এসেছে।

 

ট্রলার মালিক ও মাঝিরা মনে করছেন গুলি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া হয়েছে। এটি গত বুধবার নির্বাচনী মালপত্র নিয়ে আসা ট্রলারে গুলিবর্ষণের ঘটনার পুনরাবৃত্তি। এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে গুলি মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নাকি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি চালিয়েছে।

 

বিজিবি ট্রলারে গুলিবর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপির কাছে প্রতিবাদ লিপি পাঠানোর প্রক্রিয়া চলছে।