বিজিবির হাতে অবৈধভাবে দেশে ফেরার পথে ৫ বাংলাদেশি আটক

প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৪ ০১:৩২ অপরাহ্ণ ০ বার পঠিত
বিজিবির হাতে অবৈধভাবে দেশে ফেরার পথে ৫ বাংলাদেশি আটক

ঢাকা প্রেস,জৈন্তাপুর উপজেলা (সিলেট) প্রতিনিধি:-
 

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি এলাকায় তাদের আটক করা হয়।
 

আটককৃতদের পরিচয় জানা গেছে। তারা হলেন:

  • মনির হোসেন (২৬), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
  • সবুজ মিয়া (২৮), একই উপজেলার গিরিস নগর এলাকার কাজীলক মিয়ার ছেলে।
  • হেকিম আলী (৪৭), লুল্লারচর গ্রামের নুর হোসেনের ছেলে।
  • উজ্জল হোসেন (১৮), সদর থানার ব্রক্ষণগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
  • সালেক নুর (৩৯), শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে।
     

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন ৪৮-এর জৈন্তাপুরের শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়, পিলার নম্বর ১২৭৯/এমপি’র কাছে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। এ সময় দুইজনের কাছ থেকে বাংলাদেশি এবং ভারতীয় জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
 

আটককৃতরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা এবং কাজের উদ্দেশ্যে সম্প্রতি ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে।
 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, "আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।"