এবারের হজে ২১ হাজার বাস থাকবে পরিবহন সেবায়

প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ ১৫১ বার পঠিত
এবারের হজে ২১ হাজার বাস থাকবে পরিবহন সেবায়

বারের হজে পরিবহন সেবায় ২১ হাজার বাস থাকবে। সৌদি আরবের সিন্ডিকেট অব কারস-এর মুখপাত্র রুবা আল-গুসন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ বছর হজযাত্রীদের জন্য ৬৫টি কম্পানি থেকে এখন পর্যন্ত ২১ হাজার বাসের বরাদ্দ নিশ্চিত হয়েছে।

এবার হজে সর্বমোট ২০ লাখ হজযাত্রী অংশগ্রহণ করবে। এর মধ্যে ১৮ লাখ ৫০ হাজার হজযাত্রী সৌদি আরবের বাইরে থেকে আসবে এবং ১ লাখ ৫০ হাজার হজযাত্রী সৌদি আরবের নাগরিক।

হজযাত্রীদের পরিবহন সেবায় বাসের পাশাপাশি ট্রেন এবং বিমানও ব্যবহার করা হবে। ট্রেনের মাধ্যমে হজযাত্রীদের মক্কা এবং মদিনায় আনা-নেওয়া করা হবে। বিমানের মাধ্যমে হজযাত্রীদের সরাসরি মক্কা এবং মদিনায় পৌঁছে দেওয়া হবে।

সৌদি আরব সরকার এবারের হজকে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। হজযাত্রীদের জন্য স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তা ব্যবস্থার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।