কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর সড়কে ‘আইদি এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন পরিবহন সেবা চালু করা হয়। তবে উদ্বোধনের পরপরই অন্যান্য পরিবহনের শ্রমিকরা সড়ক অবরোধ করে নতুন পরিবহন সেবা বন্ধের দাবিতে প্রতিবাদ জানায়। এর ফলে প্রায় এক ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আইদি এন্টারপ্রাইজের পরিবহন সেবা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক মুহাম্মাদ সাকিব হুসাইন, কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব জিয়া উদ্দিন মুহাম্মদ রুবেল এবং আইদি এন্টারপ্রাইজের উপদেষ্টা তাজুল ইসলাম সুমন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধনের পর কুমিল্লা থেকে চাঁদপুরগামী আইদি এন্টারপ্রাইজের বাস চলাচল শুরু করলে উত্তেজিত পরিবহন শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন। তারা সড়কের উপর বাস রেখে কুমিল্লা-চাঁদপুর সড়ক বন্ধ করে দেন। এই অবস্থায় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরবর্তীতে পরিবহন শ্রমিকদের হামলায় রূপ নেয়। হামলায় মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারুক নাহিয়ানসহ কয়েকজন আহত হন। প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ থাকার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, নতুন পরিবহন সেবা উদ্বোধনের পর অন্যান্য পরিবহন শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন, ফলে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে।
আইদি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মীর পারভেজ আলম জানান, তারা সমস্ত নিয়ম মেনে রুটপারমিটের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সাবেক এমপি বাহারের সিন্ডিকিটের বিরোধিতার কারণে এতদিন সেবা চালু করতে পারেননি। এই কারণে তারা অনেক টাকা ক্ষতি করেছেন।
কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহম্মেদ জানান, রুটপারমিট দেওয়ার দায়িত্ব জেলা প্রশাসনের। আইদি বাস সার্ভিস কেন অনুমোদন পায়নি, তা জেলা প্রশাসন ভালো বলতে পারবে। তিনি বলেন, তিনি কুমিল্লার বাইরে থাকায় বাসস্টেশনে ঘটনার বিস্তারিত জানেন না।