ভোটকেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে: আবিদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫১ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
ভোটকেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে: আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতার অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার দুপুরে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন,


“আমরা যখন ভোটকেন্দ্রে যাই, তখন আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়। সময় নষ্ট করা হয়েছে, দায়িত্বশীল আচরণ দেখানো হয়নি।”

 

আবিদ অভিযোগ করে আরও বলেন, রোকেয়া হলের এক শিক্ষার্থী অভিযোগ করেছেন—তাদের হাতে দেওয়া ব্যালটপেপারে আগেই নির্দিষ্ট প্রার্থীর (সাদিক কায়েম ও এস এম ফরহাদ) নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া ছিল। শুধু রোকেয়া হলেই নয়, অমর একুশে হলেও একই ঘটনা ঘটেছে। এ বিষয়ে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে চাইলে তারা দায় এড়িয়ে যান।
 

তিনি বলেন,
“দুইটি হলে আমরা প্রমাণ পেয়েছি। তাই সন্দেহ করছি, অন্য কেন্দ্রগুলোতেও এমন ব্যালট ব্যবহার হয়েছে। কতগুলো ব্যালট আগেই পূর্ণ করে রাখা হয়েছে আমরা নিশ্চিত নই।”

 

ভিপি প্রার্থী আবিদ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভোট কারচুপির পাশাপাশি উল্টো দোষ চাপানোর চেষ্টা করছে। এ সময় তিনি আরও জানান, সকাল থেকেই পুলিশ ছাত্রদল সমর্থিত প্রার্থীদের হয়রানি করেছে।
 

তিনি বলেন,
“আমরা যখন ১০০ মিটার দূরে দাঁড়িয়ে ভোটারদের ব্যালট নম্বর দিচ্ছিলাম, তখনও আমাদের বাধা দেওয়া হয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

 

ক্যাম্পাসজুড়ে বহিরাগতদের অবাধ চলাফেরার অভিযোগ তুলে আবিদ বলেন,
“আমি নিজে দেখেছি, কেউ কেউ বলছেন তারা কুড়িগ্রাম থেকে এসেছেন, আবার কেউ দাবি করছেন স্থানীয় নেতা। এমনকি জামায়াত-শিবিরের বহু নেতাকর্মী নিরাপত্তা পাশের নামে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। অথচ আমাদের পোলিং এজেন্টদের অনুমতি না দিয়ে নানান প্রতারণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর সরাসরি এতে জড়িত।”

 

আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, প্রশাসনের ছত্রছায়ায় নির্বাচনে অশান্তি, কারচুপি ও অনিয়ম হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।