দুদকের নতুন চেয়ারম্যান আবদুল মোমেন

প্রকাশকালঃ ১০ ডিসেম্বর ২০২৪ ০৫:১৮ অপরাহ্ণ ০ বার পঠিত
দুদকের নতুন চেয়ারম্যান আবদুল মোমেন

ঢাকা প্রেস নিউজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. আবদুল মোমেন। এছাড়া, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ দুদকের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের এই নিয়োগ অনুমোদন করেছেন। খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।
 

জানা গেছে, চলতি সপ্তাহেই প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানটি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে।
 

অন্যদিকে, ড. আবদুল মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. মোমেনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
 

এর আগে, সোমবার (৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ড. মোমেন। তিনি গত ১৭ আগস্ট সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ পান এবং ১৮ আগস্ট ওই পদে যোগদান করেন।
 

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার মো. জহুরুল হক ও মোছা. আছিয়া খাতুন। তাদের পদত্যাগের পর থেকে দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদগুলো শূন্য ছিল।