আসছে ফাগুন দ্বিগুণ নয়, ১৬ কোটি হবো - এই স্লোগানের স্রষ্টা কাউসার আর নেই

প্রকাশকালঃ ১৪ অক্টোবর ২০২৪ ০১:১১ অপরাহ্ণ ৬২৬ বার পঠিত
আসছে ফাগুন দ্বিগুণ নয়, ১৬ কোটি হবো - এই স্লোগানের স্রষ্টা কাউসার আর নেই

ঢাকা প্রেস নিউজ

 

"আসছে ফাগুন দ্বিগুণ নয়, ১৬ কোটি হবো" - এই স্লোগানের স্রষ্টা কাউসার আর নেই

বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী, চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী কাউসার মাহমুদ আর আমাদের মাঝে নেই। গত ২ আগস্ট, তিনি তার ফেসবুক প্রোফাইলে লেখেন, "আসছে ফাগুন দ্বিগুণ নয়, ১৬ কোটি হবো।" এই স্লোগানটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের একটি প্রতীক হয়ে ওঠে।
 

দুর্ভাগ্যবশত, এই স্লোগানের স্রষ্টা কাউসারকে তার স্বপ্ন পূরণ করার সুযোগ আর মেলেনি। আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হওয়ার পর দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ৭০ দিন পর তিনি মারা যান।
 

কাউসার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন এবং চট্টগ্রামে তার পরিবারের সাথে থাকতেন। তার মৃত্যুতে শিক্ষাঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।