বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনা প্রথমে দিল্লির কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সঙ্গে দেখা করেছেন বলে ভারতের নিরাপত্তা সূত্রগুলো জানাচ্ছে। ভারতে তার ‘স্টপওভারে’র মেয়াদ কতটা হবে – দু’তিন ঘণ্টা না কি দু’তিন দিন কিংবা তারও বেশি – সেটা নিয়ে ছিল অস্পষ্টতা। সর্ব শেষ তথ্য অনুযায়ী তিনি তার ছেলে সজীব ওয়াজেদ এর বর্তমান আবাস যুক্তরাষ্টে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন ।
এর আগে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অজিত ডোভাল নিজে উপস্থিত থেকে শেখ হাসিনাকে রিসিভ করেন বলেও জানা যায়।
শেখ হাসিনাকে বহনকারী একটি সামরিক পরিবহন বিমান ভারতীয় সময় বিকেল পাঁচটা নাগাদ হিন্ডন বিমানঘাঁটিতে এসে নামে বলেও এখন নিশ্চিত হওয়া যাচ্ছে।
তবে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জোর দিয়ে বলছেন, ভারত তার অন্তিম গন্তব্য নয় – এটা শুধু একটা ‘স্টপওভার’ মাত্র। তিনি শেষ পর্যন্ত ব্রিটেন বা যুক্তরাজ্যের পথেই রওনা হয়ে যাবেন, এরকমই কথা আছে বলে তারা ইঙ্গিত দিচ্ছেন।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদাভাবে দেখা করে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাকে অবহিত করেছেন বলেও জানা গেছে।