রাওয়ালপিন্ডিতে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। তবে টানা বৃষ্টির কারণে টসও সম্ভব হয়নি, ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করেছে।
এবারের আসরে বাংলাদেশের প্রাপ্তি কেবল এই এক পয়েন্ট। তবে এই পয়েন্ট ভাগাভাগির ফলে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় কোনো পরিবর্তন আসেনি, কারণ দুই দলের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। আগামী রোববার সেমিফাইনালে জায়গা করে নেওয়া ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচটি হবে গ্রুপসেরার লড়াই।
এর আগে একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছিল, যা শেষ পর্যন্ত ম্যাচ না হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।